17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসেচ্ছাসেবীকরোনায় থেমে নেই এসবিসি'র কাজ।

করোনায় থেমে নেই এসবিসি’র কাজ।

গোপালগঞ্জ প্রতিনিধি:

বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজ করে আসছে সোস্যাল ব্রইট সোসাইটি(SBS) রাস্তাঘাটের ভংঙ্গল বাধা থেকে শুরু করে নানা রকম সামাজ সেবামূলক কাজ করে আসছে। কারোনার সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এসবিসি’র সদস্যরা। তাছাড়াও বিভিন্ন সময়ে মানুষকে সেচ্ছায় রক্ত দান, দুর্যোগের সময় ত্রাণ বিতরণ এবং সতর্ক বার্তা প্রদান, অসহায় মানুষদের সাহায্য করে থাকে।
সোসাইটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন শুভ, মনির হোসেন শান্ত জানিয়েছেন তারা বিভিন্ন সময় অসহায় মানুষদের শীতের পোশাক, অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য সাহায্য করে থাকে এবং তারা দারিদ্র ছাত্রছাত্রীদের জন্য লাইব্ররি তৈরির চেষ্টা করতাছে। যারা দূরদূরান্ত লেখাপড়া করে তাদের নিয়ে এই সংগঠনটি তৈরি করা হয়েছে।

Most Popular

Recent Comments