23.7 C
Bangladesh
Saturday, January 11, 2025
spot_imgspot_img
Homeজাতীয়করোনায় নতুন শনাক্ত ৩ হাজার ২৪০ জন, মারা গেছেন আরও ৩৭ জন

করোনায় নতুন শনাক্ত ৩ হাজার ২৪০ জন, মারা গেছেন আরও ৩৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। একই সময়ে আরও ৩ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।

আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৯৯৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Most Popular

Recent Comments