24 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকরোনা প্রতিরোধে বরগুনায় এক ঝাঁক তরুণদের সাইকেল ক্যাম্পেইন।

করোনা প্রতিরোধে বরগুনায় এক ঝাঁক তরুণদের সাইকেল ক্যাম্পেইন।

আবুল হোসেন রাজু:

বরগুনায় ‘নো মাস্ক নো সেল’স্লোগান নিয়ে সাইকেল ক্যাম্পেইন করেছে স্থানীয় সাইকেল রাইডাররা। করোনা মহামারিতে সংক্রমন প্রতিরোধে এ ক্যাম্পেইন করা হয়। শনিবার ভোর ৫টায় বরগুনার বঙ্গবন্ধু কমপ্লেক্সের মুজিব অঙ্গণ থেকে শুরু হয়ে সকাল ১০টায় ৫৪ কিঃ মিঃ দূরত্বের কুয়াকাটা সমূদ্র সৈকতে গিয়ে শেষ হয় এই ক্যাম্পেইন। ‘নোমাস্ক নো সেল’স্লোগান নিয়ে প্রতিটি স্থানীয় বাজারে মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক প্রচার ও প্রচারণা চালায়
ক্যাম্পেইনে অংশ নেয়া সাইকেল রাইডাররা।

বরগুনার দীপ্ত টিভির তরুণ সংবাদকর্মী ও এ সাইকেল ক্যাম্পেইনের অন্যতম সদস্য শাহ আলী বলেন,
যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই আমরা স্থানীয় বেশ কিছু তরুণ নিয়মিত ব্যায়াম করতাম। আমরা ছোট ছোট ম্যারাথন দৌড়েরও আযোজন করি বিভিন্ন সময়ে। এরই ধারাবাহিকতায় এবারে বরগুনা শহর থেকে ৫৪ কিঃমিঃ দূরত্বের সমূদ্র সৈকত কুয়াকাটায় ‘নো মাস্ক নো সেল’ ¯েøাগান নিয়ে সাইকেল ক্যাম্পেইন সফলভাবে শেষ করলাম।এ ক্যাম্পেইনের অন্যতম উদ্যোক্তা ডাকসুর নির্বাচিত সদস্য ও বাংলা চ্যানেলেসাঁতার প্রতিযোগিতায় রেকর্ড গড়া বরগুনার তরুণ স্বেচ্ছাসেবক সাইফুুল ইসলাম রাসেল জানান, স্বাস্থবিধি মেনে বরগুনার স্থানীয় সমাজকর্মীদের সাথে এরকম একটি ক্যাম্পেইনে অংশ নিতে পেরে তাঁর অনেক ভাল লেগেছে। করোনা সংক্রমন মোকাবেলায় এরকম উদ্যোগ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলেও তিনি মনে করেন। তিনি এর আগেও বিভিন্নœ সময়ে মাদক বিরোধী সচেতনতামূলক
বিভিন্ন ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে এ ক্যাম্পেইনের প্রধান উদ্যোক্তা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বরগুনার প্রধান সমন্বয়কারী আরিফ খান বলেন. করোনা মহামারিতে যখন সবাই ঘরে
থেকে থেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলো তখন আমরা স্থানীয় তরুণরা মিলে স্বাস্থবিধি মেনে নিয়মিত ব্যায়াম করে যাচ্ছিলাম। ‘সুস্থ দেহে সুস্থ মন’ এই
স্লোগান নিয়ে আমরা স্বল্প পরিসরে একাধিক ম্যারাথন দৌড়েরও আয়োজন করি। আর এসব করতে করতেই ভাবলাম করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতা বাড়াতে
এরকম একটি সাইকেল ক্যাম্পেইন করলে ক্যামন হয়। প্রস্তাব করার সাথে সাথেরা জি হয়ে গেল আমাদের সকল সাইকেল রাইডাররা। তিনি বলেন, ভবিষ্যতে এরকম চেতনতামূলক প্রচার ও প্রচারণায় আমরা আরও কাজ করতে চাই।

Most Popular

Recent Comments