25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়করোনা মহামারি মোকাবেলায় ন্যূনতম ভরসাও হারিয়েছে সরকার: ফখরুল

করোনা মহামারি মোকাবেলায় ন্যূনতম ভরসাও হারিয়েছে সরকার: ফখরুল

করোনা মহামারি মোকাবেলায় ন্যূনতম ভরসাও হারিয়েছে সরকার। নেতাকর্মী আর মদদপুষ্ট আমলাদের চুরি-লুটপাটে গোটা বিশ্বে বাংলাদেশ ভাবমূর্তি হারালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক স্মরণে ‘এম এ হক স্বাস্থ্যসেবা ও অ্যাম্বুলেন্স সার্ভিস’ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, করোনা মোকাবেলায় দেশজুড়ে হিমশিম খাচ্ছে সরকার। দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না। বলেন, করোনা থেকে বাঁচতে সরকারের দিকে তাকিয়ে থাকার আর কোন সুযোগ নেই। যার যার দায়িত্ব নিজেদেরই নিতে হবে এখন।

দেশের এই পরিস্থিতিতে সিলেটে রোগীদের অক্সিজেন ঘাটতি পূরণে মাঠ পর্যায়ে বিএনপি বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল।

Most Popular

Recent Comments