ডা: ইসমাইল ইমন:
বিজ্ঞানীরা বলছেন ডেক্সামেথাসোন নামে সস্তা ও সহজলভ্য একটি ওষুধ করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহায্য করবে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই স্বল্প মাত্রার স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার।
এই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমানো যাবে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার এক পঞ্চমাংশ কমানো যাবে।
ডেক্সামেথাসন যে সকল নামে পাওয়া যায়:-
Tab.Decason 0.5 mg
Tab.Dexatab 0.5 mg
Tab.D-cort 0.5mg
Tab.Odeson 0.5mg
এই ঔষধ রোগের তীব্রতা অনুসারে ০.৫ mg থেকে সর্বোচ্চ ২০ mg পর্যন্ত ব্যবহার করা যায়।তবে কোভিড ১৯ এ ০.৫ mg প্রতিদিন ৩ বার ব্যবহার করা যেতে পারে।সহজভাবে বললে ১ টি ট্যাবলেট প্রতিদিন ৩ বার।
যারা অক্সিজেন নেয় তাদের জন্য প্রতিদিন ১ টি IV ইনজেকশন ও দেয়া যেতে পারে।
তবে এই ঔষধ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ ব্যবহার করা ঠিক না!
বর্তামানে কিছু মানুষ ইভারমেকটিন নামক ঔষধ সেবন করতেছেন যা মোটেই ঠিক নয়।সবাই সুস্থ থাকুন।দোয়া রইলো।
(তথ্যসূত্র:- বিভিন্ন মেডিকেল জর্নাল এবং রিসার্চ ,আর্টিকেল)