27.8 C
Bangladesh
Monday, November 18, 2024
spot_imgspot_img
HomeUncategorizedকলঙ্কিত "বিশ" ,, নানান প্রত্যাশায় ভরপুর "একুশ""

কলঙ্কিত “বিশ” ,, নানান প্রত্যাশায় ভরপুর “একুশ””

__________________________বিদায় নিয়েছে ২০২০ সাল। বিশ্ব বরণ করে নিচ্ছে ২০২১ সালকে। তবে এই সালটি কি “দুই হাজার বিশ” নাকি ” দুই হাজার বিষ” । পরের উদ্ধৃতিটাই আমার কাছে যথাযোগ্য মনে হচ্ছে। কেননা হাজার হাজার অঘটনের জন্ম দেয় ২০২০ । এসব অঘটনের মধ্যে করোনাভাইরাসের মহামারি অন্যতম। শুরুটা হয় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি হত্যা দিয়ে। ইরানে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনা, অস্ট্রেলিয়ার দাবানল, বৈরুত বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনসহ নানা ঘটনার কারণে স্মরণীয় হয়ে থাকবে বিদায়ী বছরটি। বিশ সালের অর্জনও নেহাত কম নয়। বছরের শুরুতেই অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের শিশুর নোবেল বিজয় , স্বপ্নের পদ্মা সেতুর ৪২ তম স্প্যান বসানো সম্পন্ন, ধারাবাহিক বিপিএল এর আসর বসানো অব্যাহত ইত্যাদি ইতিবাচক অর্জন এ ভরপুর ছিল এই ২০২০। তবে অর্জনের থেকে বিসর্জন দিতে হয়েছে অনেক। বৈশ্বিক মহামারি ” কোভিড- ১৯” এ হারাতে নানা গুনী জন। এখন পর্যন্ত এই মৃত্যুর পরিসংখ্যানে যোগ হচ্ছে শত শত মানুষ। ২০২১ সালটি ভালো কাটুক এটিই সবার প্রত্যাশা। সরকারি বিধি” নো মাস্ক নো সার্ভিস” মেনে চলি , নিজেকে সুস্থ রাখি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। এস.এম. খায়রুল ইসলামশিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments