নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি
মতুয়া ধর্মের প্রবর্তক কলীর যুগের অবতার ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সহধর্মিনী জগত জননী দেবী লক্ষ্মী শান্তি মাতার ২০২ তম জন্মজয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের মনোহরপুর গ্রামে গুরুদেব প্রফুল্ল চাঁদ কতৃক প্রতিষ্ঠিত শান্তি হরি গুরু মাতাপিতা সেবাশ্রমে শান্তি মাতা লক্ষ্মী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গাব্দ ১৪২৮ সনের ৭ ই ভাদ্র, খ্রিস্টাব্দ ২০২১ সনের ২৪ সেপ্টেম্বর শুক্রবার, বিশ্ব মানব জাতীর মঙ্গল কামনায় নানা বিধ উপাচার এবং নানা আয়োজনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাতভর এই অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শান্তি মায়ের পূজা শেষে তার কৃপা লাভের আশায় প্রায় দুই শতাধীক ভক্ত তার উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করেন। পুজায় পৌরোহিত্য করেন মন্টু গোসাঁই। পরবর্তীতে দিপালী রানী সরকারের লিলামৃত পাঠের মাধ্যমে শুরু করে রাতভর নানা রকম ভক্তিমুলক গান বস্রদান এবং হরিনামের মাধ্যমে রাত্রি শেষে পরের দিন সকালে অনুষ্ঠানের মুলতবি ঘোষনা করাহয়। শনিবার বিকালে মহোৎসবের মাধ্যমে ভক্তের মাঝে মহা প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য কলাপাড়া এবং মহিপুরের শুবোদ ঠাকুরের মন্দির সহ, মহিপুর, মম্বীপাড়া,মিস্রিপাড়া সহ উপজেলার বিভিন্ন মন্দির এবং ব্যাক্তি উদ্যোগে শান্তি মাতার জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়।