19.9 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনাকলাপাড়ায় আগুনে পুড়ে ছাই ৫ টি দোকান

কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই ৫ টি দোকান

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে ৫ টি দোকান। রবিবার ভোররাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকানীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে হঠাৎ হাবিব আকনের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় শামসুল আলমের মুদি মনোহরী দোকান, মিলন পাহলানের ওয়ার্কসপ, আবু ইউসুফ উদ্দিনের গার্মেন্টেসের দোকান ও সাগরের হোটেল পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। পরে রাত চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ডাঃ আবুল কালাম আযাদ ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ৪০০০ টাকা করে প্রদান করেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস মিয়া জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমাদের দুইটি টিম দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনি।

Most Popular

Recent Comments