25.7 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতকলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আবুল হোসেন রাজু,
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মুসা সিকদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মুসা পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নলুয়াবাগী এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর এলাকায় অভিযান চালিয়ে মুসা সিকদারেকে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের ধারনা মুসা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত মুসার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।

Most Popular

Recent Comments