28.5 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeবিক্ষোভকলাপাড়ায় তৌহিদী জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কলাপাড়ায় তৌহিদী জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

আবুল হোসেন রাজু:

০৬ নভেম্বর।। ফ্রান্সে রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (স.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শণী করার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কওমী ওলামা ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
পৌর শহরের বড় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সমাবেশের সভপতিত্ব করেন কলাপাড়া ইমাম পরিষদের আহ্বায়ক ও ওই মসজিদের খতিব মাওলানা মো.সাইদুর রহমান। বক্তব্য রাখেন, শাসনতন্ত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো.ফিরোজ শিকদার, পৌর কাউন্সিলর হাফেজ মো.আল আমিন সরদার, মাওলানা মো.মাসুম বিল্লাহ রুমি, মাওলানা আব্দুস ছালাম, মাওলানা মো.আসাদুজ্জাম ইউসুফ, মাওলানা মুফতি রাসেদ, মাওলানা মুফতি মো.ফেরদৌসুল হক গাজী, মাওলানা মুফতি মো.নিজাম উদ্দিন সাঈদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে মুসলমানদের ধর্মীয় নেতা হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত আনা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ আশা করব, রাষ্ট্রীয়ভাবে সরকার এটির প্রতিবাদ জানাবে। একইভাবে দেশের সকল নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আইন প্রনয়ণ করবে। সমাবেশে ফ্রান্সের সাথে সকল ক‚টনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও আহবান জানানো হয়।
এরপর বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যান কামনায় দোয়া মুনাজাত করা হয়েছে।

Most Popular

Recent Comments