19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedকলাপাড়ায় মটর সাইকেল চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার।।

কলাপাড়ায় মটর সাইকেল চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার।।

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের চার কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) রাত ভর অভিযান চালিয়ে উপজেলার টিয়াখালী ও ডালবুগঞ্জ ইউনিয়ন থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মটর সাইকেল চুরিতে ব্যাবহৃত একটি মাস্টার কী ও সদ্য চুরিকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

জানাযায়,গত বুধবার নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র আরপিসিএলের সামনে থেকে মাষ্টার কী ব্যবহার করে এক শ্রমিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চক্রটি। পরে মোটরসাইকেলের মালিকের অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরায় ফুটেজে শনাক্ত করে প্রথমে চক্রের সদস্য সাদ্দামকে টিয়াখালী থেকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অভিযান চালিয়ে ডালবুগঞ্জ থেকে নাঈম গাজীকে চুরি করা মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। টিয়াখালী থেকে রনি মৃধা ও তানজিল মুন্সিকে গ্রেফতার করে পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা আন্তজেলা চোর চক্রের সদস্য। এ চক্রটি মাস্টার কী ব্যবহার করে আগেও একাধিক মোটরসাইকেল চুরি করেছে

Most Popular

Recent Comments