27.3 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeদিবসকলাপাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

কলাপাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

মহিবুল্লাহ পাটোয়ারী (কলাপাড়া উপজেলা)

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলার ধুলাসারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাসের
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী,এমপি মহিব এর একান্ত বিশেষ সহযোগী তরিকুল ইসলাম মৃধা, ধুলাসার ইউয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোদাচ্ছের হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা ভিপি জিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার সহ উপজেলা ও ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতাকর্মীরা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। এরপর তারা ভারতসহ একাধিক দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে ছিলেন।

বঙ্গবন্ধুর দুই কন্যা বিভিন্ন সময়ে দেশে আসতে চাইলে তৎকালীন সরকার তাতে বাধা দেয়। তবে বাধা ভয়ভীতি উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে আসেন। এর আগে ওই বছরই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দলের সম্মেলনে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

Most Popular

Recent Comments