17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণকলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Ipas-RHSTEP এর সহযোগিতায় ডাম্পিং পিট স্থাপন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Ipas-RHSTEP এর সহযোগিতায় ডাম্পিং পিট স্থাপন।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্বাধায়নে ইএইচডি প্রকল্প কলাপাড়া উপজেলায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।এর ধারাবাহিকতায় ,রোগজীবাণু প্রতিরোধকল্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কলাপাড়াতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার চিনময় হাওলাদারের নেতৃত্বে Ipas- RHSTEP এর সহযোগিতায় একটি ডাম্পিং পিট স্থাপন করা হয় ۔ উক্ত কাজে সহযোগিতা করেন মোঃ মনোয়ার হোসেন ,প্রধান সহকারী,কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,মোঃ বেলাল হোসাইন ,অফিস সহকারি এবং আরএইচস্টেপ প্রতিনিধি মোঃ আবু এমরান ۔

Most Popular

Recent Comments