12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজেলানীলফামারিকিশোর কিশোরী ও যুব নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করার কৌশল বিষয়ক...

কিশোর কিশোরী ও যুব নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করার কৌশল বিষয়ক প্রশিক্ষণ।

ফেরদৌস মোল্লাঃ

নীলফামারী জেলা জলঢাকা উপজেলা শিমুলবাড়ী, ধর্মপাল মীরগঞ্জ ইউনিয়নে কিশোরী মেয়ে এবং যুব নারীদের ৬০ জন কে নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন করে আসমানী স্যানিটারী ন্যাপকিন এন্ড স্যানিমার্ট সেন্টার ও সহযোগিতায় প্ল্যান ইন্টারনন্যাশনাল বাংলাদেশ ।

৩-৮ জুন ২১ তারিখে কিশোরী ও যুব নারীদের নেতৃত্বে কিশোরী মেয়ে ও যুব নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং স্থানীয় সরকারের সাথে কিশোরী মেয়ে ও যুব নারীর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করার কৌশল বিষয়ে এই প্রশিক্ষণে প্রদান করা হয়।
যাতে করে কিশোরী মেয়ে এবং যুব নারীরা তাদের সুরক্ষা বিষয় এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ পি সদস্য সাথে তাদের সমস্যা গুলো ও অধিকার নিয়ে কথা বলতে সাহস পায়।
ফলে প্রশিক্ষণ গ্রহণ করে এখন তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে তাদের সমস্যা, অধিকার নিয়ে কথা বলতে সাহস পাচ্ছে। তারা জানতে চায় এবার ২১-২২ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য ও যুব, নারীদের জন্য কোন বাজেট তারা রাখছে কি না রাখলে কোন খাদে।
এই তিনটি ইউনিয়নে মেয়েরা ও যুব নারীরা এখন তাদের মতামত প্রদান করছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব এবং পূর্ণাঙ্গ সহযোগীতায় শিরিন আক্তার আসা ও অতিথি বৃন্দ।

Most Popular

Recent Comments