17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক

আবদুল্লাহ আল মামুন:কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার ৬নং সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- হারুনুর রশিদ (৪৭), পিতা- আবদুর রহমান, গ্রাম- ব্রাহ্মণপাড়া, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা, মখলেছের রহমান (৪৫), পিতা- মনু মিয়া, গ্রাম- ব্রাহ্মণপাড়া ও উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা ও মুজিবুর রহমান সুজন (৩৪), গ্রাম- ধান্যদৌল, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ওইদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২০ কেজি গাঁজাসহ উপজেলার ৬নং সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোপর্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেন।

Most Popular

Recent Comments