17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়কুয়াকাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা পালিত।

কুয়াকাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা পালিত।

আবুল হোসেন রাজু ,
কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়। র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কুয়াকাটা পৌরসভার মাননীয় সচিব জনাব হুমায়ুন কবির এর সভাপতিত্বে কুয়াকাটা পৌরসভার কাউন্সিলার ও ২নং প্যানেল মেয়র শহীদ দেওয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র জনাব আনোয়ার হাওলাদার। উপস্থিত ছিলেন টোয়াক এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাহাবুব আকন, কুয়াকাটা পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনির শরীফ, আলহাজ্ব ফজলুল হক খান,কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা মাইনুল ইসলাম মান্নান, ৬০নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা চুরাইয়া বেগম,কাউন্সিলর হাবীব শরিফ, কাউন্সিলর তৈবুর রহমান, কাউন্সিলর আবুল হোসেন ফরাজি,সহ সকল কাউন্সিলর বৃন্দ। কুয়াকাটা পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,সংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রধান অতিথির বক্তব্য বলেন জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও বলেন যদি আমরা সবাই পৌর ট্যাক্স প্রদান করি তাহলে আমাদের এই পৌরসভাকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে সময় লাগবে না।তাই সকলকে পৌর কর প্রধানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।####

Most Popular

Recent Comments