20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
HomeUncategorizedকুয়াকাটায় দুইদিন ব্যাপী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ষান্মাসিক কর্মশালা অনুষ্ঠিত ।

কুয়াকাটায় দুইদিন ব্যাপী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ষান্মাসিক কর্মশালা অনুষ্ঠিত ।

আবুল হোসেন রাজু ,
কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কুয়াকাটায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে দক্ষিণ অঞ্চলের ৩৮টি উন্নয়ন এলাকার ব্যবস্থাপকদের নিয়ে ২০২৩- ২০২৪অর্থ বছরের গৃহীত কর্মসূচীর বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনার জন্য ৮-৯ ফেব্রুয়ারী/২৪ দুইদিন (০২) ব্যাপী কুয়াকাটা হোটেল পর্যটন এর কনভারেন্স রুমে পর্যটনে যান্মাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার প্রধান অতিথী ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার প্রধান নির্বাহী জনাব, সিরাজুল ইসলাম। বিশেষ অতির্থী হিসাবে উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাহী জনাব আব্দুল হাকিম, পরিচালক জনাব ফারুকুল ইসলাম, পরিচালক জনাব এ.কে. এম কামরুজ্জামান, উপ-পরিচালক সর্ব জনাব মোঃ ছালান, ফারুক আহম্মেদ, আব্দুর রহিম, বরকত উল্লাহ খান, এবং সিনিয়র সহকারী পরিচালক মিজ রাশিদা বেগম ও মোঃ নুরুল ইসলাম। উক্ত কর্মশালায় ১২০ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপ-পরিচালক জনাব ফারুক আহম্মেদ।

Most Popular

Recent Comments