17 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিককুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুয়াকাটা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা অনেকেই।
ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে শুরু হয় বুধবার(২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটের একুশের প্রথম প্রহরের আগে থেকেই রাতে কুয়াকাটা কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছেন প্রাণ।এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, কুয়াকাটা পৌর সভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার ও পৌর পরিষদ,মহিপুর থানা প্রশাসন,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা,নৌ পুলিশ,কুয়াকাটা পৌর আওয়ামী লীগ,মহিপুর থানা যুবলীগ,ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক),স্বাস্থ্য বিভাগ,পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস,কুয়াকাটা প্রেসক্লাব,বয়েজ ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান( এমপি), কুয়াকাটা পৌর সভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার,কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহমেদ ভূঁইয়া, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট,মহিপুর থানার অফিসার ইনচার্জ
আনোয়ার হোসেন তালুকদার,কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি তোফায়েল আহমেদ তপু,মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদার,কুয়াকাটা পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী,মহিপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মনিরুল ইসলাম,কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আকন,কুয়াকাটা পৌর যুবলীগ আহবায়ক শেখ ইসহাক আলী,পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহিদুল ইসলাম দেওয়ান,পৌর শ্রমিক লীগ সভাপতি আব্বাস কাজী,পৌর কৃষক লীগ সাধারণ সম্পাদক তুহিন দেওয়ান,
পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু,শ্রমিক লীগ নেতা ছগীর মোল্লা,ইসমাইল,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন শেষে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে
শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।####

Most Popular

Recent Comments