21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeধর্মকুয়াকাটায় শুরু হয়েছে রথযাত্রা উৎসব।

কুয়াকাটায় শুরু হয়েছে রথযাত্রা উৎসব।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।::

পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাএী সেবাশ্রম আজ মঙ্গলবার বিকেল চারটা এক মিনিটে থেকে শুরু হয়ে রথযাত্রা। রথযাত্রার টি পর্যটন কেন্দ্র কুয়াকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাএী সেবাশ্রম গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। শ্রী গৌর চক্রবর্তী ভক্তিবিধু দাস পুরোহিতের নেতৃত্বে জগন্নাথ রথযাত্রা জগদীশ ভগবানকে নিয়ে মন্দির মাঠে তিনটি চক্কর দেন। এই রথযাত্রা দেখার জন্য আগত পর্রযটক রা জড়ো হয় এক নজর দেখার জন্য । এসময় উপস্থিত ছিলেন ওই মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহাররঞ্জন মন্ডল সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি চৌধুরীর নয়ন সহ অনন্য ভক্ত বৃন্দ। পুরোহিত বলেন ভগবান জগদীশ মানব কল্যানে ভক্ত বা (মাসির)বাড়িতে এই সময় বেড়াতে যান। এ উদ্দেশ্য করে সমস্ত ভক্ত বৃন্দ আনন্দ উল্লাসে মেতে উঠেন।টানা ৮ দিন ওই মন্দিরে ধর্মীয় পূজা অর্চনা শেষে ২৮ শে জুন দুপুর ১২ টায় উল্টো রথযাত্রা শুরু হবে।

প্রতি বছর আষাঢ়ের শুরুপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা অনুষ্ঠান। জগন্নাথের সবচেয়ে বড় উৎসবটি হল রথযাত্রা। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের (বড় দেউল) গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি রথে করে ভক্তরাই এই রথ নিয়ে বের হয়। এদিকে রথযাত্রা অনুষ্ঠানকে ঘিরে জগন্নাথ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাএী সেবাশ্রম নতুন সাজে সাজানো হয়েছে কাঠের তৈরি রথ। সকাল ৯টা ২৩ মিনিটে মন্দির প্রাঙ্গণে মঙ্গল ঘট স্থাপনও রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি অধিষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে রথযাত্রার আনুষ্ঠানিকতা। এ ছাড়া প্রতিদিন সন্ধায় মন্দিরে শ্রীমদ্ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়। বিকাল চারটা এক মিনিটে মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয় এ রথ টানা উৎসব।

Most Popular

Recent Comments