21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeকুয়াকাটা পৌর নির্বাচন-২০কুয়াকাটা পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

কুয়াকাটা পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।


জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর ) সকাল১০ টায় হোটেল ভি সেভেন এর হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব পান্না মিয়া হাওলাদারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, কাজী আলমগীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর -৪ কলাপাড়া,রাঙ্গাবালীর মাটি ও মানুষের নেতা জনাব মহিবুর রহমান মহিব এমপি।
আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা। কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম রাকিব আহসান। কলাপাড়া পৌর মেয়র জনাব,বিপুল চন্দ্র হাওলাদার। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন। কলাপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব,মঞ্জুরুল আলম। কলাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব, ফিরুজ শিকদারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভা সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোতালেব তালুকদার।
সভা শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব,কাজী আলমগীর বলেন তৃণমূলের ভোটের মাধ্যমে ৬ জনের প্রার্থীর মধ্যে থেকে ৩ জনকে নাম চুড়ান্ত করা হয়। তারা হলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ: বারেক মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান টিটু, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম হাওলাদার। সাংগঠনিক সকল কাজ সম্পন্ন করে দুই-একদিনের মধ্যে ৩ জনের নামের তালিকা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।

Most Popular

Recent Comments