24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজন্মদিনকুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে, শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে, শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত।

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধি //-

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর ২০২৩) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দু সরকারের নেতৃত্বে কুয়াকাটার সবচেয়ে জনপ্রিয় বিদ্যালয়টিতে, সকাল সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রাতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় পালন করে শিক্ষার্থী সহ-শিক্ষকরা।’

এ সময় শেখ রাসেলের জন্মদিন ও দিবস উপলক্ষে বিদ্যালয়টির শিক্ষক সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বক্তব্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন’।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। আমরা এইদিনটি স্মরণ করে রাখত কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করে থাকি প্রতিবছর।

শিক্ষকরা বলেন, ‘শেখ রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব। শেখ রাসেলের ভুবন ছিল তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে। আমরা আজকে তাকে স্মরণ করছি, এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা শিক্ষকরা তাকে সহযোগিতা করছি’।

Most Popular

Recent Comments