14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedকুযাকাটায় কাউন্সিলর শাহ আলমের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত।

কুযাকাটায় কাউন্সিলর শাহ আলমের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত।

নিজস্ব প্রতিবেদকঃ

-কুয়াকাটা গুরুপূর্ন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র(২) শাহ-আলম হাওলাদারের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুকুবার আছর নামাজ বাদ কুয়াকাটা তরুন ক্লাব ও শুভ সংঘ ক্লাবে পৃথক পৃথক ভাবে নিজেদের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে ছিলেন কুযাকাটা পৌর আওয়ামীলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক হোসাইন আমির, সাংবাদিক রেদওয়ানুল ইসলাম রাসেলসহ সংগঠনের অনন্য সদস্যরা এবং দোয়া পরিচালনা করেন কুয়াকাটা বায়তুল আরজ জামে মসজিদের পেশ ইমাম ক্কারি মোঃ নজরুল ইসলাম। অপরদিকে কুয়াকাটা তরুন ক্লাবের সভাপতি ওয়াহিদ ইব্রাহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা মাসুম আল-বেলাল,অতিথি হিসেবে ছিলেন ডাঃ ইসমাঈল ইমন, কুয়াকাটা জন্মভুমির সভাপতি কেএম বাচ্চু, এবং সংগঠনের অনণ্য সদস্যরা। এ অনুষ্ঠান পরিচালনা করেন তরুন ক্লাবের প্রচার সম্পাদক সোহেল মাহমুদ।
এসময় বক্তরা বলেন কাউন্সিলর শাহআলম হলো এ যুগের মানবতার সেবক। কয়েক দিন যাবৎ গুরুতর অসুস্ত থাকায় আমাদের মনে অনেক কস্ট দেখা দিয়েছে আল্লাহ তাকে সুস্ততা দান করুন। যে মানুষটা মহমারি করোনায় নিজের শরিরে কথা চিন্তা না করে মানুষের দ্বারে দ্বরে ঘুরে বেরিয়েছেন সুখ দুঃখের পাশে রয়েছে সব সময়। আজ তিনি বিছানায় পরে আছেন সবাই আমরা দোয়া করলাম আল্লাহ কাছে যেন দ্রুত সুস্ততা দান করুন। ###
কুয়াকাটা প্রতিনিধি

Most Popular

Recent Comments