18 C
Bangladesh
Wednesday, December 25, 2024
spot_imgspot_img
Homeকুলাউরাকুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের ৩৪নং দাফনকার্য সম্পন্ন

কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের ৩৪নং দাফনকার্য সম্পন্ন

আকাশ আহমেদ:: কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিন ভাগ গ্রামের মকবুল মিয়ার ছেলে মোঃজয়নাল আবেদিন(৪৫) অদ্য (২৯ জুলাই, বৃহস্পতিবার) সকাল ৭-১০মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুর পর লাশ সিলেট থেকে কুলাউড়ায় উনার বাড়িতে নিয়ে আসার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা দুপুর ১২টায় মরহুমের বাড়িতে উপস্থিথ হয়ে গোসল দিয়ে দাফন প্রাথমিক কার্যক্রম শেষ করে দুপুর ২-৩০মিনিটের সময় জ্বানাযা শেষে দাফন সম্পন্ন করেন।

কোভিড-১৯লাশ দাফন টিমের এ নিয়ে ৩৪টি দাফন সম্পন্ন হয়েছে।

এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন।মৌলভী বাজার জেলার যে কোনো উপজেলায় এই সংগঠনের সদস্যরা বিনা খরছে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন ও সৎকার করে থাকে।

বিঃদ্রঃ মৃত মহিলাদের গোসল ও কাফন মহিলা সদস্য দ্বারা সম্পন্ন করা হয়।

  

Most Popular

Recent Comments