25.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতকুষ্টিয়ায় ডোপ টেস্টে ধরা পড়ে ৮ পুলিশ স্থায়ী বরখাস্ত।

কুষ্টিয়ায় ডোপ টেস্টে ধরা পড়ে ৮ পুলিশ স্থায়ী বরখাস্ত।

কুষ্টিয়ায় ডোপ টেস্টে মাদকের উপস্থিতি থাকায় চার কর্মকর্তাসহ পুলিশের ৮ জনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদের মধ্যে দু’জন উপপরিদর্শক (এসআই), দু’জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বাকিরা কনস্টেবল পর্যায়ের বলে জানা গেছে। এছাড়া এক সার্জেন্টসহ দু’জনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিও মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তাই পুলিশে শুদ্ধি অভিযান চলছে।

তিনি আরও জানান, কুষ্টিয়া থেকে মাদক নির্মূলের পাশাপাশি পুলিশ থেকেও চিরতরে মাদকাসক্তদের বাড়িতে পাঠাতে চাই। পুলিশ ডিপার্টমেন্টে কোনো মাদক সেবনকারী থাকতে পারবে না।
সূত্রঃ চ্যানেল ২৪

Most Popular

Recent Comments