14.4 C
Bangladesh
Friday, January 24, 2025
spot_imgspot_img
Homeপ্রতিষ্ঠা বার্ষিকীকুয়াকাটায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

কুয়াকাটায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটায় যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদ্যাপন করা হয়েছে। বুধবার সন্ধা সাড় ৭টায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আঃবারেক মোল্লার সভাপতিত্বে সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ ছবির গাজী, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ পান্না হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার প্রমুখ।
এসময় জেলা,উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক
লীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ও
দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন,আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের জীবন জীবিকার উন্নতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। কুয়াকাটা পর্যটন,পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র,রেললাইন,উন্নত সড়ক যোগাযোগসহ দক্ষিনাঞ্চল আজ অর্থনৈতিক জোন গড়ে উঠছে। আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাই দলীয় কোন্দল ভুলে গিয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য অনুরোধ করেন বক্তারা। ###

Most Popular

Recent Comments