15.7 C
Bangladesh
Friday, December 20, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটাকুয়াকাটায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ৬ সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শন।

কুয়াকাটায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ৬ সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শন।

নিজেস্ব প্রতিবেদক:। পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে পর্যটন ভিত্তিক শীর্ষক প্রকল্প এলাকায় বিমানবন্দরের স্থান চিহ্নিত করতে প্রাথমিক পরিদর্শন করেছে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া এলাকায় এই পরিদর্শনে যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের পরিচালক মো. জহিরুল ইসলাম। এসময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রানালয়ের উপ সচিব, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি , পরিচালক এটিএম বিভাগ বেবিচক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের প্রশাসন পরিচালক (বেবিচক) মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই এলাকায় ৩ হাজার একর ভূমিতে বিমান বন্দর নির্মাণ হতে পারে। তাই প্রাথমিক ভাবে এই প্রকল্পের পরিদর্শন করা হয়েছে।

Most Popular

Recent Comments