আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পর্যটন নগরী কুয়াকাটায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুয়াকাটা প্রেসক্লাব,কুয়াকাটা পৌরসভা,পৌর আওয়ামী লীগ, কুয়াকাটা টু্যরিস্ট পুলিশ, যুব লীগ,ছাত্র লীগ, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, ৬০ নং লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুয়াকাটা খানাবাদ কলেজ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা যথাযথ মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করেছে।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কুয়াকাটা পৌর প্রশাসক, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সোমবার (২০ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ, মহিপুর প্রেসক্লাব, মহিপুর থানা যুবলীগ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ, মুসুল্লীয়াবাদ ফাজিল মাদ্রসা ,কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রসা, মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়, লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক এ দিবসটি পালন করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) সকাল ৯ টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লার নেতৃত্বে বিশাল এক শোক র্যালী বের করা হয়। শোক র্যালীটি কুয়াকাটা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন হলিডে হোমস এর সামনে গিয়ে শেষ। পরে সেখানে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আঃ বারেক মোল্লা,সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর ও পৌর শ্রমীক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী ,পৌর যুবলীগ আহবায়ক মোঃ ইসাহাক শেখ,পৌর ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মোঃ মজিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী। দোয়া মিলাদ পরিচালনা করেন মাও.জাহিদুল ইসলাম।
অপরদিকে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে পৌর ভবনের সামনে মাতৃভাষা দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মোঃ মনির শরীফ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমান,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম আকন,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার, কাউন্সিলর আলহাজ্ব ফজলুল হক খান ,কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, কাউন্সিলর হাবিব শরিফ, কাউন্সিলর সাবের আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর মোঃ শহীদ দেওয়ান। আলোচনা শেষে শহীদ ভাষা সৈনিকের মাগফিরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়।