22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকনফারেন্সকুয়াকাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত।

কুয়াকাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত।

কুয়াকাটা, পটুয়াখালী।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায়। শনিবার (২৬ অক্টোবর) কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের হল রুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আস্থা লাইফের ব্রাঞ্জ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক মতবিনিময় ও বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণের মাধ্যমে সারাদিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

এর আগে শুক্রবার থেকেই তাঁরা তাঁদের এই কর্মসূচির অংশ হিসাবে দুইদিন কুয়াকাটা অবস্থান করেন তারা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আস্থা লাইফের সেলস এন্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল মান্নান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার স্মার্ট জীবন বীমা কোম্পানীর রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীও জনগণের সেবাই তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

#

Most Popular

Recent Comments