নিজস্ব প্রতিবেদক: এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন প্রতিবন্ধি ব্যাক্তিদের ৩০ দিনের প্রশিক্ষন শেষে প্রশিক্ষন সনদ, ১৯ টি সেলাই মেশিন, কাপড় ও আনুষাঙ্গিক উপকরন বিতরন করা হয়। প্রয়াস প্রকল্পের আওতায় দর্জ্বি বিজ্ঞান বিষয়ে ৩০ দিনের প্রশিক্ষন শেষে ১৮/০১/২০২১ (সোমরার) বেলা ১২ টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভা মেয়র জনাব আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এস.এস.রাকিবুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেনঃ- কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শাহিনা পারভিন (সীমা) উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃমিজানুর রহমান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান, এডিডি প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব আল্লামা ইকবাল, কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, সাংবাদিক বাবু অনন্ত মৃখার্জি, সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মোঃ আবু তাহের ভূঁইয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন-
মুজিব শতবর্ষকে স্বরনীয় করে রাখার লক্ষে এই সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিতরন কার্যক্রম। এর মধ্যমে মানুষের দারিদ্রতা দুর করাই সরকারের মূল লক্ষ।