18.3 C
Bangladesh
Wednesday, February 5, 2025
spot_imgspot_img
Homeবিট পুলিশিংকুয়াকাটায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কুয়াকাটায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\

পটুয়াখালীর কুয়াকাটায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় হোটেল গ্রেভার ইন হল রুমে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন, আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জন ইনচার্জ আব্দুল খালেক,সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের জেনারেল ম্যানেজার মোহাম্মাদ আনোয়ারুল আজিম,প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,কুয়াকাটা শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মন্ডল,সাংবাদিক কাজি সাইদ,হোসাইন আমির,আসাদুজ্জামান মিরাজসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
মতবিনিময় সভায় পর্যটনমুখী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় পর্যটক সেবার মান্নোয়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন, সৈকতের শৃঙ্খলা রক্ষা, পর্যটক হয়রানী বন্ধে বিভিন্ন আলোচনা শেষে এর প্রতিকারে বিভিন্ন উদ্যোগ নেন। সভা সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ সুপার (পদোন্নতি প্রাপÍ) মোহাম্মাদ আবুল কালাম আজাদ

Most Popular

Recent Comments