12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনকুয়াকাটায় পরিবেশ রক্ষায় বেলা'র মানববন্ধন ও গণস্বাক্ষর ।

কুয়াকাটায় পরিবেশ রক্ষায় বেলা’র মানববন্ধন ও গণস্বাক্ষর ।

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :-বাংলাদেশের দক্ষিণ প্রান্তে একটি বিরল সৌন্দর্যের স্থান কুয়াকাটা, পরিবেশ দূষণ রক্ষা করতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়,। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা)র, উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর নেওয়া হয়েছে। একবার ব্যবহারযোগ্য পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করি, সাগরকন্যা কুয়াকাটার পরিবেশ-প্রতিবেশ রক্ষা করি”এই শ্লোগানে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশন’র সভাপতি কেএম বাচ্চু, কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা তরুণ ক্লাবে সাংগঠনিক সম্পাদক, রাসেল আকন, কুয়াকাটা বন্ধুমহল ক্লাবের সভাপতি, সোহেল শেখ, কুয়াকাটা বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সভাপতি রনি হোসেন সহ দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় সবাই হ্যান্ডসেটের ব্যবহার করে মুখে মাস্ক পরিধান করে কর্মসূচি সম্পন্ন করেন।

বক্তারা কুয়াকাটার জীব বৈচিত্র্য পুনরুদ্ধারে, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করা, কুয়াকাটার পরিবেশ-প্রতিবেশ রক্ষা করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তাদের।

Most Popular

Recent Comments