29.6 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeআবহাওয়াকুয়াকাটায় প্রবল বর্ষন ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনপদ।

কুয়াকাটায় প্রবল বর্ষন ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনপদ।

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর ):কুয়াকাটায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবশ্যার জোয়ের প্রভাবে রবিবার সকাল থেকে বিস্তীর্ন উপকূল জুড়ে থেমে থেমে হালকা মাঝারি এবং ভারী
বৃষ্টিপাতসহ দমকা হাওয়া বইছে। এর প্রভাবে সমুদ্র বেশ উত্তাল হয়ে আছে।
উত্তাল ঢেউয়ের সাথে বাতাসের গতি বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ
রেখে শত শত ট্রলার মৎস্য বন্দর মহিপুরের শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।
স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছ। এর
ফলে বেড়িবাধের বাইরে নিন্মাঞ্চল এবং চরাঞ্চল তলিয়ে গেছে।মহিপুরের নিজামপুর, সুধীরপুর,কমরপুরে বেড়িবাঁধ ঝুকিতে রয়েছে, কলাপাড়ার লালুয়ার
চাড়িপাড়া এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তিনটি গ্রাম,
রাঙ্গাবালীর চর মোন্তাজের চর আন্ডা ও মোল্লার চর গ্রামের বিস্তীর্ন এলাকা
গত দুদিন ধরে পানিতে তলিয়ে রয়েছে।এদিকে বৈরী আবহাওয়ার প্রভাবে পায়রা সমুদ্র বন্দর এলাকায়তিন স্থানীয়সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

Most Popular

Recent Comments