12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠকুয়াকাটায় প্রীতি ফুটবল খেলায় বিবাহিত দল বিজয়ী।

কুয়াকাটায় প্রীতি ফুটবল খেলায় বিবাহিত দল বিজয়ী।

নিজস্ব প্রতিবেদন: কুয়াকাটায় ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলায় বিবাহিত দল ১-০ গোল ব্যবধানে বিজয় লাভ করে। গত শনিবার (১৫/০৫/২০২১) বিকেলে কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল খেলায় বিবাহিত দলের পক্ষে মোঃ হারিচুর রহমানের এসিস্টে একমাত্র গোল করেন ফয়সাল মীর। খেলা শেষে বিবাহিতদের হাতে পুরষ্কার তুলেন দেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলুল হক খান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, মোঃ ইউসুফ আলী গাজী, মোঃ আলম মীর প্রমুখ।

এর আগে গতো ঈদের দিন (১৪/০৫/২০২১) এই খেলা শুরু হলে নির্ধারিত ৭০ মিনিটে খেলাটি ২-২ গোলে ড্র হয়। তখন খেলা পেনাল্টি না দিয়ে রিজার্ভ ডে খেলা চালানোর সিদ্ধান্ত হয়। প্রথম দিন খেলার উদ্বোধন করেছিলেন কুয়াকাটা পৌরসভা মেয়র, মোঃ আনোয়ার হাওলাদার।

Most Popular

Recent Comments