27.2 C
Bangladesh
Tuesday, April 15, 2025
spot_imgspot_img
Homeসংবাদ সম্মেলনকুয়াকাটায় মিরনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।

কুয়াকাটায় মিরনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক:

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারি জহিরুল ইসলাম মিরনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ, গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন সংগঠনটি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কুয়াকাটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোঃ সাঈদ হাসান লিখিত বক্তব্য বলেন, জহিরুল ইসলাম মিলন একজন সমাজ সেবক সাংবাদিক ও পর্যটন ব্যবসায়ী। তিনি অত্যন্ত নম্র ভদ্র এবং সামাজিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ। তার উপরে এ ধরনের সন্ত্রাসী হামলা কুয়াকাটা তথা পর্যটন এলাকায় চরম বিশৃঙ্খলা ও জননিরাপত্তা আজ হুমকির মুখে পড়ছে।এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যতের না ঘটে পুলিশ প্রশাসনকে তার সুষ্ঠু তদন্ত পূর্বক সন্ত্রাসীদের খুঁজে বের করে অতি দ্রুত বিচার করার জোর দাবি জানাচ্ছি। সামাজিক সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিবেশ না থাকলে সকল ব্যবসায়ীগণ নিরাপত্তাহীনতা ও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ, সেক্রেটারি জেনারেল মোঃ সাঈদ হাসান, ফাইন্যান্স সেক্রেটারি মোঃ রাসেল খান, আন্ত পর্যটন বিষয়ক সম্পাদক জসীমউদ্দীন বাবুল, অফিস সেক্রেটারি মাসুম আল বেলাল, কালচারাল সেক্রেটারি ডাক্তার ইসমাইল ইমন সহ অনেকে উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments