15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠকুয়াকাটায় মুজিব শতবর্ষ T10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

কুয়াকাটায় মুজিব শতবর্ষ T10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটা ইয়াং স্পোর্টস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মধ্য নবীনপুর খেলার মাঠে মুজিব শতবর্ষ T10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
১০টি টিমের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ বশির আহম্মেদ, মোঃ রেদওয়ানুল ইসলাম রাসেল, কুতুব মুসুল্লি, নেছার আহম্মেদ, হাসান আল আউয়াল প্রমুখ।

উদ্বোধনী খেলায় আলিপুর একাদস বনাম মোনশাতলী একাদস পরস্পর মোকাবেলা করে।

বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী স্বরনীয় করে রাখতে এবাং তরুন সমাজকে ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করার লক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান।

Most Popular

Recent Comments