কুয়াকাটা প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে একদল সশস্ত্র দূর্বৃত্ত কুয়াকাটা পৌরসভাস্থ নিজ বাসার সামনে তার ওপর হামলে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরুরি বিভাগের চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন।
বরিশালের জরুরি চিকিৎসা শেষে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মিরন ঢাকা থেকে রাতে কুয়াকাটায় ফিরেছেন। কুয়াকাটা পৌরসভার তুলাতলী মহাসড়কে নেমে ৫০ গজ দূরে বাসায় যাচ্ছিল। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় কুয়াকাটা উত্তপ্ত হয়ে আছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যাই। আসে পাসের সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।