31.9 C
Bangladesh
Thursday, February 20, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনকুয়াকাটায় সাংবাদিক মিরনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১২তম দিনেও চলছে মানববন্ধন ও...

কুয়াকাটায় সাংবাদিক মিরনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১২তম দিনেও চলছে মানববন্ধন ও বিক্ষোভ।

কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক, পর্যটন ব্যবসায়ী, পরিবেশ কর্মী ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীরা।


এ কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ীরা, শিক্ষক শিক্ষার্থী সহ কয়েকশত মানুষ এতে অংশ নেয়। সবাই এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন,কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া,পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরাম,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক,পর্যটন ব্যবসায়ী মোঃ সোহাগ, রাসেল খান, মোঃশিপন,কুয়াকাটা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রেদওয়ানুল ইসলাম রাসেল সহ আরো অনেকে।

মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেয়। তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

উল্লেখ্য: গত ০৫ই ফেব্রুয়ারী রাত সাড়ে বারোটার দিকে কুয়াকাটার তুলাতলী নিজ বাসভবনের সামনে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এসময় তার দুই হাত, মাথা ও বুকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরন করেন। বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলার সাথে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি।

এবিষয়ে মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন সেদিন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তার বাড়ির সামনে এসে পৌঁছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

#

Most Popular

Recent Comments