15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটাকুয়াকাটায় স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকে খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর টোয়াকের স্মারকলিপি।

কুয়াকাটায় স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকে খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর টোয়াকের স্মারকলিপি।

আবুল হোসেন রাজু,
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি \ পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন কুয়াকাটা ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের অব (টোয়াক) সদস্যরা। বুধবার বেলা বারোটায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র মাধ্যমে তারা এ স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়া তুষার, টোয়াকের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু, হোটেল ফ্রেন্ডস পার্ক ইন’র ব্যবস্থাপনা পরিচালক জাহিদ রিপন, টোয়াকের ভাইস-প্রেসিডন্ট লুৎফুল হাসান রানা, পযটন ব্যাবসায়ী বুলেট আকন, টোয়ায়ের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন রাজু, ফিন্যান্স ডিরেক্টর আসাদুজ্জামান মিরাজসহ টোয়াকের সদস্যরা।
স্মারকলিপিতে টোয়াক সদস্যরা উল্লেখ করেন, বর্তমানে কুয়াকাটা পর্যটনের সাথে সরাসরি সম্পৃক্ত ১৮ টি পেশার প্রায় ৫ হাজার লোকের রোজগার পুরোপুরি বন্ধ থাকায় প্রতিটি পরিবারের দিন কাটছে অনেক কষ্টে। তাই স্বাস্থ্যবিধি মেনে তারা কুয়াকাটা খুলে দেয়ার দাবি জানান।

উল্লেখ্য গত পহেলা এপ্রিল থেকে করোনা ভাইরাসের সংক্রমন রোধে কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর পর থেকে কুয়াকাটায় পর্যটক আগমনসহ সকল হোটেল মোটেল বন্ধ রয়েছে।

কলাপাড়া পটুয়াখালী।
তারিখ:০২.০৬.২০২১

Most Popular

Recent Comments