26.8 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeমতবিনিমরকুয়াকাটা ট্যুরিস্ট পুলিশে সদ্য যোগদাকৃত এসপির মতবিনিময় সভা।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশে সদ্য যোগদাকৃত এসপির মতবিনিময় সভা।

রেদওয়ানুল ইসলাম রাসেল:

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন সদ্য যোগদানকারী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জিয়াউল আহসান তালুকদার (পিপিএম) পর্যটন নির্ভর সকল স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
২৩ অক্টোবর বুধবার শেষ বিকেলে হোটেল গ্রেবার ইন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন সদ্য বিদায়ী পুলিশ সুপার আনসার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মহিপুর থানা অফিসার্স ইনচার্জ তরিকুল ইসলাম। কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ি অফিসার্স ইনচার্জ দেলোয়ার হোসেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটায় জামায়াত পৌর আমীর মাওলানা মঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা পৌর বিএনপির প্রতিনিধি পৌর যুবদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পুরোহিত ইন্জিনিয়ার নিহার রঞ্জন, শিকদার রিসোর্ট জেনারে ম্যানেজার আনোয়ারুল আজিম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদওয়ানুল ইসলাম রাসেল।
পর্যটকদের সেবা বৃদ্ধি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয় মতামত তুলে ধরেন বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিগন।
উপস্থিত বিশেষ অতিথিগন কুয়াকাটা উন্নয়নের স্বার্থে এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি।
সভায় প্রধান অতিথি এডিশনাল ডিআইজি জিয়াউল আহসান ( পিপিএম) জানান,তিনি আজই যোগদান করেছেন। সকল সমস্যাগুলো সবাইকে নিয়ে সমাধান করা হবে। পাশাপাশি সকলে স্ব স্ব স্থান থেকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা বৃদ্ধিতে কাজ করার জন্য আহবান জানান।
সভা পরিচালনা ও সঞ্চালনা করেন পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

Most Popular

Recent Comments