25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeদোয়া মুনাজাতকুয়াকাটা পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত ।।

কুয়াকাটা পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত ।।

আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করেছে কুয়াকাটা পৌর বিএনপি। শুক্রবার (১৬ আগস্ট) শেষ বিকেলে কুয়াকাটা পৌর
বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তুনমুল নেতা কর্মীরা বৃষ্টি উপেক্ষা করেও সহস্রাধিক নেতাকর্মীরা এতে অংশ নেন।
কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী।কুয়াকাটা পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল,কুয়াকাটা পৌর যুবদল সভাপতি সৈয়দ মোঃফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,,শ্রমিক দল সভাপতি মোঃ মানিক ফকির,সাধারণ সম্পাদক মোঃ জলিল চুকানী,ছাত্রদল আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ,সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার,১নং যুগ্ম আহ্বায়ক হাসান আল আউয়াল,পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল প্রমূখ।

এছাড়া কুয়াকাটা পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন কুয়াকাটা এসি মজিদের ইমাম ক্বারি মোঃ নজরুল ইসলাম,সভা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।# #

Most Popular

Recent Comments