40.2 C
Bangladesh
Saturday, April 26, 2025
spot_imgspot_img
Homeকমিটিকুয়াকাটা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তুষার।

কুয়াকাটা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তুষার।

কুয়াকাটা, পটুয়াখালী।
পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি হিসাবে নির্বাচিত হলেন রুমান ইমতিয়াজ তুষার। মঙ্গলবার বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবের মিলনায়তনে ভোটাভোটির মাধ্যমে তিনি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ বেতারের কলাপাড়া প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছে।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জুলাই) দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন আনু। আর হোসাইন আমির হয়েছেন সাধারণ সম্পাদক। তবে গত ৫ই জুলাই দেশের পট পরিবর্তনের পরে ছাত্র আন্দোলনের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতা করায় প্রেসক্লাব তাঁকে অনাস্থায় দেয়। এরপরে সভাপতি পথ ফাঁকা থাকায় ফের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১২টি ভোটের ৭টি পেয়ে নির্বাচিত হন তিনি আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক নয়া দিগন্তের কুয়াকাটা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছে।

#

Most Popular

Recent Comments