13.4 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeদুর্ঘটনাকুয়াকাটা রাখাইন পল্লীতে শাটারের লেনটিন চাঁপায়  ২ শ্রমিকের মৃত্যু।

কুয়াকাটা রাখাইন পল্লীতে শাটারের লেনটিন চাঁপায়  ২ শ্রমিকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

কুয়াকাটা রাখাইন পল্লীতে নির্মানাধীন দোকানের শাটারের লরনটিনের নীচে চাপা পড়ে ২ শাটার মিস্ত্রির মৃত্যু হয়েছে।
দুজনের মধ্যে একজন কামাল মিস্ত্রি (৪০) আবুবকর( ৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার( ৪ নভেম্বর)  দুপুর  ১২ টার দিকে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটের উত্তর পাশে রাখাইন পল্লীতে মং উশে বাবুর নির্মানাধীন দোকান ঘরের শাটার ল্যান্টিন ধ্বসে পড়ে। ওই ল্যান্টিনের নীচেই চাপা পড়ে মিস্ত্রি কামাল ও আবুবকর মিয়া। ল্যান্টিনের চাপায় দু’জনেরই মাথা থেতলে মগজ বের হয়ে যায়। সাথে সাথেই তাদের মৃত্যু হয়।  এসময় শত শত লোক জরো হয়ে  তাদের মৃত দেহ  বের করে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিপুর থানা ওসি তদন্ত  সহ  থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার খোজখবর নেন।
মৃত কামাল ও আবুবকর মিস্ত্রির গ্রামের বাড়ি কুয়াকাটা পৌরসভার  নবীনপুর গ্রামে।

Most Popular

Recent Comments