নিজস্ব প্রতিবেদক(শেখ সিফাত):-
কলাপাড়ায় কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল, কিন্তু নেই কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।এতে এমারজেন্সি রোগিদের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে।
লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভা মিলিয়ে মোট ১ লক্ষাধিক মানুষের বসবাস।অ্যাম্বুলেন্স না থাকায় কোনো ইমারজেন্সী রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকায় নিতে যথেষ্ট ব্যঘাত ঘটে। এজন্য এলাকার মানুষের দাবি জরুরি ভিত্তিতে উক্ত হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স দেওয়া হোক।