12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeউন্নয়নকুয়াকাটা সৈকতের উন্নয়নে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মস্ত্রণালয়ঃ-উপ...

কুয়াকাটা সৈকতের উন্নয়নে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মস্ত্রণালয়ঃ-উপ মন্ত্রী।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা_প্রতিনিধি:

কুয়াকাটা সৈকতের বালুক্ষয় রোধসহ সৈকতের উন্নয়নে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মস্ত্রণালয়। খুব শীঘ্রই পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে একনেকে প্রকল্পটি অনুমোদিত হবে। কুয়কাটা সৈকত প্রতিরক্ষা ও উন্নয়ন নামের এ প্রকল্পটির কাজ বাস্তবায়িত হলে কুয়াকাটা সৈকত হবে একটি দৃষ্টিনন্দন সেরা সমুদ্র সৈকত। বৃহস্পতিবার শেষ বিকেলে কুয়াকাটা সৈকতের বালুক্ষয় এবং উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন এসে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।
এসময় উপমন্ত্রী মৎস্যবন্দর মহিপুরের বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত নিজামপুরের ৪ কিলোমিটার সিসি বøক দিয়ে প্রতিরক্ষার আশ্বাস দিয়েছেন।
এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা উপজেলার প্রশাসনিক কমকর্তারা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments