নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটা সৈকতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সামনে মানববন্ধন করে কুয়াকাটা পৌর আওয়ামীলীগ, কুয়াকাটা টুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম), কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা শুভ সংঘ ক্লাব, কুয়াকাটা তরুন ক্লাব সহ স্থানীয় বিভিন্ন সংগঠন।
অস্বাভাবিক জোয়ারের প্রভাবে বিধ্বস্ত-বিপর্যস্ত পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শণ করতে আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি। শনিবার বিকাল সাড়ে ৫ টায় কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকতকে আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকার কাজ করছে। ইতিমধ্যে পাউবো’র প্রতিনিধি দল নেদারল্যান্ড ভ্রমন করেছে। ওই দেশের প্রযুক্তি ব্যবহার করে টেঁকসই বেড়িবাঁধসহ ভাঙ্গনরোধ প্রকল্প নেয়া হবে। এসময় উপস্থিত ছিনে স্থানীয় অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি, পাউরো’র অতিরিক্ত মহাপরিচালক মোঃ হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় প্রধান প্রকৌশলী মো.হারুন অর রশীদ, পাউবো’র প্রকল্প পরিচালক (সিইআইপি-১) মোহাম্মদ আলী, পাউবো’র পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।