26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটাকুয়াকাটা সৈকতে ভাঙ্গন” আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কুয়াকাটা সৈকতে ভাঙ্গন” আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আবুল হোসেন রাজু:

কুয়াকাটা প্রতিনিধি:
কুয়াকাট সমুদ্র সৈকতের অব্যাহত বালু ক্ষয় ও ভাঙ্গন রোধে স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি ও ব্যবসায়ীদের উদ্যোগে ‘কুয়াকাটা সৈকতে ভাঙ্গ’ আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে পর্যটন হলিডে হোমস মিলনায়তনে কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌর সভার কাউঞ্চিলর তোফায়েল আহম্মেদ তপু, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ, হিমি এন্টারপ্রাইজের মালিক মোঃ জাকির হোসেন, কুয়াকাটা শিল্পীগোষ্ঠির সভাপতির সাংবাদিক হোসাইন আমির, সাংবাদিক জাকারিয়া জাহিদসহ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ভাঙ্গন রোধের দাবি আদায়ে পর্যায়ক্রমে স্মারক লিপি পেশ, মানববন্ধন কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচির গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কুয়াকাটা-কলাপাড়া বাংলাভিশনের প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন।

Most Popular

Recent Comments