21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটাকুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার।

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝাউবন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যে কোনো সময়ে সৈকতের তীরে এসে আটকায় মরদেহটি। পরে স্থানীয়রা দেখে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। তাই গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে তাই সে-সকল পরিবারকে খবর দেয়া হয়েছে। এই ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

#

Most Popular

Recent Comments