নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটার ঐতিহ্যবাহী ক্রিয়া সংগঠন কুয়াকাটা স্পোর্টিং ক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেদওয়ানুল ইসলাম রাসেলকে সভাপতি ও মোঃ রাসেল হাওলাদারকে সাধারন সম্পাদক করা হয়। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতো ০১/০১/২৫ ইং (বুধবার) রাত নয়টায় সংগঠনের জেষ্ঠতম সদস্য কুতুব উদ্দিন মুসুল্লির সভাপতিত্বে সাধারন সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব এবং সমর্থনে সভাপতি ও সম্পাদকসহ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কুতুব উদ্দিন মুসুল্লি (সিনিয়র সহ সভাপতি) মাসুদ পারভেজ সাগর( যুগ্ম সাধারন সম্পাদক) এবং জাকির আল সাকিব ( সাংগঠনিক সম্পাদক) প্রমুখ।
এ ব্যপারে নব নির্বাচিত সভাপতি রেদওয়ানুল ইসলাম রাসেল বলেন-কুয়াকাটার ক্রিড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতেই কুয়াকাটা স্পোর্টিং ক্লাবের শুরু। আগামী দিনেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।