17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeশোক সংবাদকোরবানির সময় গরুর লাথিতে মৃত্যু।

কোরবানির সময় গরুর লাথিতে মৃত্যু।

টাঙ্গাইলের সখীপুরে কোরবানি করার সময় গরুর লাথিতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ভুগলিচালা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আজাহার আলী (৬২)। তিনি ভুগলিচালা গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

ভুগলিচালা গ্রামের বাসিন্দা গোলাম সারওয়ার বলেন, বেলা ১১টার দিকে গ্রামে গরু কোরবানি করছিলেন আজাহার আলী। এ সময় হঠাৎ গরুটি তাঁকে লাথি মারে। এতে আজাহার আলী অচেতন হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে আজাহার আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, গরুর লাথি আজহার আলীর হাতের কবজিতে লেগেছিল। আঘাত পেয়েই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাকের আহমেদ রাতে প্রথম আলোকে বলেন, স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাঁরা ইসিজি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

সূত্রঃপ্রথম আলো

Most Popular

Recent Comments