26.3 C
Bangladesh
Monday, December 23, 2024
spot_imgspot_img
Homeধর্মীয়ক্যাথলিক চার্চের নিরাপত্তায় ছাত্রদল ও সেনাবাহিনী।

ক্যাথলিক চার্চের নিরাপত্তায় ছাত্রদল ও সেনাবাহিনী।

কাকরাইল রোডের সেন্ট মেরি’স ক্যাথলিক চার্চের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক গণসংযোগ সম্পাদক মোঃ ফিরোজ আলম এর নেতৃত্বে বাংলা কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান সালাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মাসুম শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাসেল আল মাহমুদসহ আরো অনেকে।ফিরোজ আলম বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করছি। আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি রয়েছে, যার যার ধর্ম তাঁরা শান্তিপূর্ণভাবে পালন করে আসছি। কিন্তু এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী অন্যান্য ধর্মাবলম্বীদের কিছু উপাসনালয় হামলা করলে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাংলাদেশের বিভিন্ন যায়গায় খ্রিস্টান, হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীদের স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন যায়গায় কতিপয় দুষ্কৃতকারীরা হামলা শুরু করেছিলো। দেশের বিভিন্ন যায়গায় চুরি, ডাকাতি, লুটপাট শুরু করলে তা প্রতিরোধ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেই নির্দেশ বাস্তবায়ন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা দেশ প্রেমিক সেনাবাহিনী পাশাপাশি দলীয় নির্দেশনা অনুযায়ী এসকল হামলা প্রতিরোধ করতে এই চার্চে পাহারায় দিয়ে যাচ্ছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধ পরিকর।

Most Popular

Recent Comments